12 - 15th March 2019
9 3 3 0 8 4 3 3 9 4 (WA), 8 9 0 2 0 4 3 3 9 4
লাল কাঁকড়ার দেশে যাব
আবার যাচ্ছি। এবার লাল কাঁকড়ার দেশে। বগুড়ান জলপাই। নামটাই চেনা নয় অনেকের। বেশ জঙ্গল, একদম নিরিবিলি, শহর থেকে অ-নে-ক দূরে। শুধু মাত্র খাঁটি প্রবীণ-প্রবীণা। জুনপুট থেকে ৫ কিমি। মার্চের তিন রাত্তির। ভার্জিন বিচ। ঝিনুক ঝিনুক। শান্ত সমুদ্র। কটেজ আছে, টেন্ট আছে, সাধারণ বাড়ীও আছে। অনেকটা জায়গা নিয়ে হোটেল - হ্যামক আছে, ঝাউ বন আছে। বঙ্কিমচন্দ্রের কপালকুন্ডলাকে মনে আছে? উপন্যাসটি সত্যি ঘটনা অবলম্বনে লেখা হয়েছিল। এখনও সেই কালী মন্দিরটি আছে, আছে দরিয়াপুর বাতিঘর। দীঘা মোহনার মাছের আড়ত। আড়ত থেকে টাটকা মাছ কেনো আর সেখানেই বসে ভেজে খাও। শঙ্করপুরে মাছের ট্রলারের সারি। ঝাউবনে পিকনিক। সন্ধ্যায় বাউল গান, সাথে ককটেল। অন্য সন্ধ্যায় প্রজেকটরের মাধ্যমে সমুদ্রের উপর ডকুমেন্টরী, জেলেদের মুখ থেকে শোনা সমুদ্র অভিযানের ঘটনাবলী। তারপর রাতে আছে কোস্টাল সাফারী –উৎসাহীরা বেড়িয়ে পড়। ভোরে সূর্যোদয়ের সময়ে বিচে সূর্যস্তব, নৃত্য বন্দনার সাথে। মেডিটেশন ও মোটিভেশনাল প্রোগ্রাম। গ্রীণ মাইন্ডের সদস্যাদের অভিনব মনস্ত্বত্বের খেলা। মেপে নাও তোমার ‘ডিপ্রেশন’, ‘হ্যাপিনেস’ কতটা। শেষ রাতে ক্যাম্প ফায়ার – লাইভ চিকেন রোস্ট, ব্যাম্বু চিকেন সাথে ককটেল । নিজেরাই নাচো, গাও – তুড়ি মেরে উড়িয়ে দাও বয়সের ভ্রুকুটি। বগলে করে গান বা কবিতার খাতাটি নিয়ে আসা চাই কিন্তু। আয় আয় কে যাবি আয়।
২০১৯-এর মার্চের ১২, ১৩, ১৪। ফেরা ১৫ই বিকালে। ১২ই সকাল ১০টা নাগাদ কলকাতার বিভিন্ন পয়েন্ট থেকে, হাওড়া, শেয়ালদহ স্টেশন থেকে যাত্রীদের সংগ্রহ করা হবে। পয়েন্টগুলি, যাঁরা যাবেন তাঁদের বাড়ীর অবস্থানের উপর ভিত্তি করে পরে ঠিক করা হবে । একেকটি টাটা সুমোয় ৬ জন করে। দম্পতি গেলে একটি ঘর দেওয়ার চেষ্টা করা হবে। একা যাঁরা যাবেন তাঁদেরকে ঘর শেয়ার করতে হবে। একজনের জন্য একটি ঘর দেওয়ার অনুরোধ গ্রাহ্য হবে না। দম্পতির একজন ষাটের কোটার নিচে হলে অসুবিধা নেই। অল্প বয়সীদের সাথে নেওয়ার অনুরোধ গ্রাহ্য হবে না। সব ঘরেই কমোড পাবেন, কিন্তু গিজার নেই। তবু গরম জল মিলবে। এসি চালু থাকবে না। যেখানেই যান না কেন, বসার চেয়ার পাবেন – কোথাও মাটিতে বসতে হবে না। কোথাও হাঁটতে হবে না, গাড়ী স্পটে পৌঁছে যাবে। বাইরে বাথরুমের জন্য ফোল্ডিং বাথরুম সাথে থাকবে। সাথে ডাক্তার, অক্সিজেন, ওষুধপত্র ইত্যাদি থাকবে। পৌঁছেই একবার হেলথ চেক আপ হবে। খাদ্যে যাঁদের বিধি নিষেধ আছে তাঁরা ডাক্তারী নিয়মমতো খাবার পাবেন। সব রান্নাই অল্প তেল মশলায় হবে। রান্না নিজেরাই করব, হোটেলবালা নয়। সাথে ডাক্তার, অক্সিজেন, নেবুলাইজার ইত্যাদি আপদকালীন সরঞ্জাম থাকবে।
খরচ মাথাপিছু ৬৫০০ টাকা। শেয়ারিং। মাত্র গোটা চারেক পড়ে আছে। ডবল বেড রুম শেষ। ট্রিপল বেড রুমে দু জন অর্থাৎ দম্পতি বা দুই বন্ধু একসাথে থাকলে (একটা বেড ফাঁকা পড়ে থাকবে) খরচ ১৫০০০ টাকা দু জনের জন্য। তিনজনে একসাথে একঘরে ১৮০০০। এরকম আর গোটা চারেক পড়ে আছে। ট্যুর শুরুর সাত দিন আগে বুকিং ক্যান্সেল করলে ৭৫% টাকা ফেরত। খরচ বেশী মনে হলে আমরা নাচার। উৎসাহীরা বুকিং-এর জন্য হোয়াটস্যাপ, মেল করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস পাঠিয়ে দেওয়া হবে। আবেদনে গত পাঁচ বছরের ট্যুরে যাঁরা গিয়েছিলেন তঁদের ফোন নম্বর সহ লিস্ট পাঠিয়ে দেওয়া হবে। নিচে হোটেল, পরিবেশের ছবি দেওয়া হল। এবার বাকীটা আপনার।
যাঁরা ইচ্ছুক, তাঁরা ফোনে, হোয়াটস্যাপে, মেল-এর মাধ্যমে যোগাযোগ করুন আগাম টাকা পাঠানোর জন্য। টাকা ব্যাঙ্কের মাধ্যমে পাঠাতে হবে। আগাম টাকা না পাঠালে আড়ি।
কোন প্রশ্ন থাকলে মেল বা ফোন করুনঃ 93308 43394(WA) , 89020 43394. [email protected]
BANK ACCOUNT DETAILS:
A/C NAME: THIKANA SHIMLA
STATE BANK OF INDIA, MAHESH BR.
ACCOUNT TYPE: SAVINGS
A/C NO. – 32810270015
RTGS/NEFT IFS CODE – SBIN0012451
PLEASE CALL BEFORE SENDING MONEY. AFTER SENDING MONEY PLEASE INTIMATE US and RETAIN THE RECEIT.